শামীম মীর গৌরনদী প্রতিনিধি: গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—এ খবর ছড়িয়ে পড়তেই গৌরনদীতে নেমে আসে ক্ষোভের ঝড়। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড চত্বরে সাংবাদিক, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে একত্রিত হন। পরে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাব-এর আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন—গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, এবং সঞ্জয় পাল প্রমুখ।
বক্তারা বলেন, একজন সাহসী সাংবাদিককে দিনের আলোয় খুন করার ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি স্বাধীন সাংবাদিকতার ওপর পরিকল্পিত আঘাত। অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশে আইনের শাসন মুখ থুবড়ে পড়বে।
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। বারবার সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা প্রমাণ করে, পেশাগত নিরাপত্তা উপেক্ষিত হচ্ছে। অবিলম্বে এই ব্যর্থতার অবসান ঘটিয়ে সাংবাদিকদের রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত না করলে গণতন্ত্রের ভিত্তি নড়বড়ে হয়ে যাবে।