শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দেশে অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল ◈ হার্টের রিংয়ের দাম কমল, সর্বনিম্ন ৫০ হাজার, সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ ◈ হাজারো শহীদের আত্মত্যাগ রাষ্ট্র সংস্কারের সুযোগ এনেছে: প্রধান উপদেষ্টা ◈ ঐতিহাসিক '‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ◈ জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ শেখ হাসিনার নির্বাচনী ইতিহাস ‘বিশ্বের জঘন্যতম’—ড. আসিফ নজরুল ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস : যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি ◈ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষ্য: ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ অর্ডার দেন শেখ হাসিনা, জবানবন্দিতে ইমরান ◈ অন্তর্দৃষ্টি না থাকলে উন্নয়ন দেখা যাবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। রোববার রাত ১০টার দিকে মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

সোমবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় এক পথচারী প্রথমে শিকলটি দেখতে পান। তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর যায় পুলিশ ও স্টেশনমাস্টারের কাছে। নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁর আত্রাই থেকে বিশেষজ্ঞ মিস্ত্রি এনে শিকল কেটে ফেলা হয়। উদ্ধার করা শিকল ও তালা মাধনগর স্টেশন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।

ঘটনার কারণে সীমান্ত এক্সপ্রেস ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলাচল করে। বর্তমানে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যদিও এটি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত, খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। প্রাথমিকভাবে এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়