শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: থাকছে না বয়সের বাধা, যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা ◈ অন-অ্যারাইভাল ভিসার অপব্যবহারে বাড়ছে মানবপাচার, নতুন ফাঁদে বাংলাদেশিরা! ◈ জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ, কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো? ◈ ক্রিকেটার সোহা‌নের অ‌ভি‌যোগ, কোচ হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারতেন না ◈ আগামী বছর মা‌র্চে আর্জেন্টিনা-স্পেন মহারণ ◈ আলোচনার প্রথম দিন: ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদল মার্কিন পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত  ◈ জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল? ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে রাতে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযান

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে যৌথ বাহিনী পরিচালিত এই অভিযানে জনস্বাস্থ্য বিবেচনায় বেকারী ও আইসক্রীম কারখানায় তদারকি চালানো হয়।

রাত ৮টার দিকে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন 'ভাই ভাই বেকারী'তে প্রথম অভিযান পরিচালনা করা হয়। সেখানে কারখানার ভেতরে নোংরা পরিবেশ, কর্মীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মালিক বেলাল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান।

এরপর সোনাহার বাজার সংলগ্ন 'আহনাফ আইসক্রীম' কারখানায় অভিযান চালানো হয়। সেখানে আইসক্রীম তৈরির জন্য ব্যবহৃত বরফে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ, নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকার সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে কারখানার মালিক হেমায়েতুল ইসলাম তপুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

তিন ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযান শেষে মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, “জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি জনস্বাস্থ্য ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু দেখেন, তাহলে তা সেনা ক্যাম্পকে জানাতে অনুরোধ করছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়