হাবিবুর রহমান, পূর্বধলা নেত্রকোনা: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৬৫ বোতল ভারতীয় মদসহ একটি অটো ভ্যান গাড়ী আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান সোমবার বিকাল ৩ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বারমারী বিওপির একটি টহল টিম সোমবার(১৪জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দূর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা নামক এলাকা মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদসহ একটি অটো ভ্যান গাড়ী আটক করে।
অপর দিকে বিজয়পুর বিওপির একটি টহল টিম সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদ পরবর্তীতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে।