সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদল।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের দীঘল গাঁও শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত শেষে চারা গাছ রোপণ করে।
জিয়ারত শেষে তারা ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ চাই। শহীদরা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা সদর দক্ষিণ ছাত্রদল ঐক্যবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সদস্য সচিব আবু তালহা সায়ের, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী কাউছার, উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা, পূর্ব জোড়কানন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহপরান মজুমদার, পশ্চিম জোড়কানন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তোহা আলম, ২ নং চৌয়ারা ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল মজুমদার, ১ নং বিজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা পারভেজ, কাউছার মজুমদারসহ উপজেলা ছাত্রদলের সদস্য বৃন্দ।