শিরোনাম
◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ◈ টিকটক প্রেম থেকে বিয়ে: সুমাইয়ার টানে চীন থেকে মাদারীপুরে শি তিয়ান জিং

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে এসএসসিতে পাসের হার ৬৬.১৫ শতাংশ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় ৬৬.১৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৭৬.১৭ ও ভোকেশনালে ৮৩.১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ জেলায় এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১০৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ১৫ হাজার ৮০৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০ হাজার ৪৫৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৮৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ৬ হাজার ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬২৯ জন উত্তীর্ন হয়েছে। এরমধ্যে ১৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া ভোকেশনালে ৬১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৮ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।
জানা গেছে, এসএসসিতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯৪.৮৬ শতাংশ, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৭.৬৪, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৯৯.৪৫, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৯৭.৯৬, কাজী ফারুকী স্কুলে ৯৯.৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে আদর্শ সামাদে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন, বালিকাতে ৬৬ জন, প্রতাপগঞ্জে ৯৪ জন, ন্যাশনাল আইডিয়ালে ৩৩ ও কাজী ফারুকীতে ৮৪ জন জিপিএ-৫ পেয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, এবার জেলায় এসএসসিতে ৬৬.১৫, দাখিলে ৭৬.১৭ ও ভোকেশনালে ৮৩.১৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়