শিরোনাম
◈ কলম্বাস ওহাইওতে ৬ সেপ্টেম্বর থেকে ভ্রাম্যমান দূতাবাস সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস ◈ ফেরারি আসামিকে অযোগ্য ঘোষণা সহ একাধিক সংস্কার প্রস্তাব ◈ গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার ◈ বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন ◈ ২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে ◈ জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক ◈ সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য ◈ বাবাকে নজরবন্দি, ভাইদের আটক: সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান! ◈ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ ◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারি ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সহকারীদের

ঠাকুরগাঁও প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেনস্বাস্থ্য সহকারীরা । এতে আগামী ৩০ আগস্টের মধ্যে তাদের দাবি গুলো মেনে না নিলে পহেলা সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন সহ আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে জেলার পাচ উপজেলার প্রায় দুই শতাধিক জন স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক বজলার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক ফইজুল ইসলাম,সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য সহকারী জেসমিন নাহার লাকি, হরিপুর উপজেলা স্বাস্থ্য সহকারী রেহেনা পারভীন সহ অনেকে।

বক্তারা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/ সম্মান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ জানান। তাদের দাবি আগামী ৩০ আগস্টের মধ্যে মেনে না নিলে পরবর্তীতে পহেলা সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন সহ আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়