শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় ওসি পরিচয়ে প্রতারণা, ফ্রিজ-টিভি আত্মসাৎকারী গ্রেপ্তার

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে ইলেকট্রনিক্স দোকান থেকে প্রতারণার মাধ্যমে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান নেওয়ার ঘটনায় মো. সুমন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বুলুদিঘির পশ্চিম পাড় এলাকার হাজী খায়ের মোহাম্মদ কলোনির ৩১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, গত ২৭ জুন (শুক্রবার) সকালে প্রতারক সুমন নিজেকে আনোয়ারা থানার ওসি পরিচয় দিয়ে আনোয়ারার পশ্চিম বৈরাগ এলাকার আল-মদিনা ইলেকট্রনিক্স দোকান থেকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও দুটি সিলিং ফ্যান এবং বটতলীর শাহ আমানত ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ সংগ্রহ করে প্রতারণা করেন। পরে ভুক্তভোগীরা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর ওসি মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে কোতোয়ালি থানাধীন এলাকায় সুমনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৭৬ লিটারের একটি ফ্রিজ, সিঙ্গার ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান এবং তার দেওয়া তথ্যমতে পটিয়া এলাকা থেকে উদ্ধার করা হয় সিঙ্গার ব্র্যান্ডের একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ওসি পরিচয়ে প্রতারণার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়