শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

আজিজুল ইসলাম : যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৮ বছর বয়সী শেখ আমির হোসেন পারু বুধবার (১৮ জুন) ভোর ৬টার দিকে হাসপাতালের ৫ নম্বর আইসিইউ বেডে মারা যান। তিনি জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মো. রবিউল ইসলাম তুহিন জানান, গত ৫ জুন কিডনিজনিত জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে ১৬ জুন বিকেলে মডেল ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং অবশেষে মৃত্যু হয়।

বর্তমানে হাসপাতালের আইসিইউতে আরও তিনজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন বলে জানানো হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, আইসোলেশন ওয়ার্ডে আরও একজন রোগী চিকিৎসাধীন, যিনি ইতোমধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত বলেন, “করোনার সংক্রমণ অনেক দিন কম থাকলেও সাম্প্রতিক সময়ে হঠাৎ বাড়ছে। যারা আগে থেকেই অসুস্থ বা বয়স্ক, তারা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে।”

তিনি আরও বলেন, করোনার উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়