শিরোনাম
◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করে ন কুমিল্লা গরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল? ◈ ক্লাব বিশ্বকাপ ফুটব‌লের উ‌দ্বোধনী ম‌্যা‌চে জয় পে‌লো না কো‌নো দলই

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেশনে ট্রেন থামানোর দাবিতে রেল অবরোধ, রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল তিন ঘণ্টা

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বুধবার (১১ জুন) ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনো ট্রেন চলাচল করতে পারেনি। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বেকায়দায় পড়েন ট্রেনে চলাচলকারী যাত্রীরা। তবে সকাল সাড়ে ৮টার পরে ১৬ জুন পর্যন্ত সময় বেধে দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘোষণার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে নন্দনগাছী স্টেশনে ট্রেন থামানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল চারঘাট, পুঠিয়াসহ কয়েকটি উপজেলার জনসাধারণ। এসব কর্মসূচিতে একত্বতা প্রকাশ করে ট্রেন থামানোর আলটিমেটাম দিয়ে আসছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সর্বশেষ বুধবার ভোর থেকে পুনরায় ট্রেন থামানোর দাবিতে অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয় জনতা। ভোর থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি ট্রেনসহ আন্তঃনগর ট্রেন বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আগামী ১৬ জুনের মধ্যে ট্রেন থামানোর ব্যবস্থা করা না হলে আবারো কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এরপর অবরোধ প্রত্যাহার করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থপক জানান, এভাবে ঈদের পরে ট্রেন বন্ধ করে অবরোধ করা খুবই দুঃখজনক। এটি জনদুর্ভোগ ছাড়া কিছুই না। ট্রেন থামানোর সিদ্ধান্ত ঢাকা থেকে না এলে আমার পক্ষে ট্রেন থামানো কোনোভাবেই সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়