শিরোনাম
◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত ◈ পররাষ্ট্র সচিব জসীমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা

ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং স্থানীয় পাঁচ সাংবাদিকসহ ১৯৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কামরুল হাসান।

বুধবার (২১ মে) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আমলি আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বিএনপি নেতা কামরুল হাসান। আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম বাদী ও তার আইনজীবীর বক্তব্য শুনে মামলাটি বাতিলের আদেশ দেন।

 টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, আগামী ১৩ আগস্ট মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত।
 
বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি ও ভোট চুরির নির্বাচন’ আখ্যা দিয়ে মামলাটি করা হয়েছিল, যা এখন বাদী প্রত্যাহার করে নিয়েছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে বাদী কামরুল হাসান বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মামলাটি প্রত্যাহার করতে বলেছেন। সিদ্ধান্তটি দলের ওপর মহল থেকে নেয়া হয়েছে।’
 
 এর আগে গত সোমবার কামরুল হাসান মামলাটি দায়ের করেন। তিনি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় বাদী সমালোচনার মুখে পড়েন। মামলাটি আমলে নিয়ে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ১৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। এর মধ্যেই বাদী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে অনাপত্তিপত্র দেন। সবশেষ বুধবার তিনি পুরো মামলাটিই প্রত্যাহার করে নেন।

মামলায় উল্লেখ করা হয়, ভারতের নির্দেশক্রমে শেখ হাসিনা অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশ করে ২০২৪ সালের ৭ জানুয়ারি একটি ডামি নির্বাচনের আয়োজন করেন। বাদী কামরুল হাসান ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ভারই উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন।

তিনি অন্যান্য ভোটারের সঙ্গে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। বাদীকে মারধর ও হত্যার হুমকি দেয়া হয়। পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় নৌকা প্রতীকে জোরপূর্বক সিল মেরে বাক্স ভর্তি করা হয়। এভাবেই টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে নির্বাচিত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়