শিরোনাম
◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত ◈ পররাষ্ট্র সচিব জসীমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ একজন আটক

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল টাকা ও ভারতীয় জাল রুপি উদ্ধারসহ যোগেন্দ্র মল্লিক (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ মে ২০২৫ ইং, দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল এবং ডিবির ওসি মাহবুবুর রহমান মোল্লা।

অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় যুগেন্দ্র মল্লিকের ঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের বাংলাদেশি জাল টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

তিনি বলেন, অভিযানে ২ লাখ ৭৭ হাজার ২০০ জাল টাকা, ৩ হাজার ৯০০ ভারতীয় জাল রুপি, একটি বাটন মোবাইল, ২২টি কাগজের খাকি খাম উদ্ধার করা হয়। এর মধ্যে ১ হাজার টাকার নোট ১৫৫টি, ৫০০ টাকার ২০০টি, ২০০ টাকার ১১১টি এবং ভারতীয় ৫০০ রুপির পাঁচটি, ২০০ রুপির সাতটি নোট পাওয়া যায়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকার কারবারের সঙ্গে যুক্ত।

তিনি আরও বলেন,‘যুগেন্দ্র দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছে। আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে জাল টাকাগুলো নিয়ে এসেছিল। তার বিরুদ্ধে ইতোপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

নোবেল চাকমা আরও বলেন, যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে অতীতেও একাধিক জাল টাকা সংক্রান্ত মামলা রয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার বাংলাদেশি জাল নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ  ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে। আমরা তার সহযোগীদের গ্রেপ্তারে কাজ করছি।

এদিকে মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়