যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি তীব্র রাজনৈতিক স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও লেখেন, আপনারা তাদের অংশ নন, শুধু সাময়িকভাবে কো-অপ্টেড। তিনি এও বলেন, আমাদের নেই মরার ভয়, নেই হারানোর কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর ও এই দেশের মানুষের ভাগ্য কোনোভাবেই ইতিবাচক পথে এগিয়ে যাবে না।
তিনি হতাশা প্রকাশ করে মন্তব্য করেন, স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এদেশের ভাগ্য।