শিরোনাম
◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত ◈ পররাষ্ট্র সচিব জসীমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় আহত ব্রাহ্মণপাড়ার যুবলীগ নেতার মৃত্যু

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলার দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার সাত দিনপর মিজানুর রহমান ভূইয়া  (৪৯) এক যুবলীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি,ব্যবসায়িক শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড হয়েছে।নিহত মিজানুর রহমান ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ভূইয়া বাড়ীর মরহুম হুমায়ুন কবির মাষ্টারের বড় ছেলে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। নিহতের ছোট ভাই শরিফ ভূইয়া জানান, বড় ভাই একজন ঠিকাদার ছিলেন ঘটনার দিন আমার ভাইকে তার ব্যবসায়িক পার্টনার ফোন করে কুমিল্লা নগরীর দৌলতপুর যেতে বলে আমার ভাই সেখানে যেতে অস্বীকৃতি প্রকাশ করেন।

তারপরও অনেক রিকোয়েস্টের পর আমার ভাই সেখানে যায়। সেখানে গিয়ে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে আমার ভাইকে কিছু দুর্বৃত্তরা ইট দিয়ে মাথায় সজরে আঘাত করে তখন আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে এখান থেকে ভাইয়ের শ্যালক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা টাওয়ার হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখানে তার অবস্থা অবনতি হলে তাকে মাথায় অপারেশন বিভিন্ন চিকিৎসা প্রদান করে সেখান থেকে তার অবস্থা আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (২২ মে)ভোরে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মিজানুর রহমান ভুইয়া মারা যায়।এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো: মহিনুল ইসলাম বলেন ঘটনার পরেই কোতোয়ালি থানায় মামলা হয়েছে৷ মামলায় আমরা একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি । যেহেতু  আহত ব্যাক্তির মৃত্যু হয়েছে মামলাটি হত্যা মামলায় কার্যক্রম শুরু হবে৷ মিজানুর রহমান ভূইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পরিবার ও এলাকা বাসির দাবি প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার হোক৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়