শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্ববাজারে অস্থিরতা, শেয়ারবাজারে পতন ◈ অক্সফোর্ড গ্র্যাজুয়েট থেকে ফুড ডেলিভারি কর্মী: দিং ইউয়াংঝুর সংগ্রামী জীবনের গল্প অনুপ্রেরণা জাগাচ্ছে তরুণদের ◈ ক্লাব বিশ্বকাপ, ৫৮ হাজার টাকার টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছে ১৬ শ টাকায় ◈ পা‌কিস্তান দ‌লের স‌ঙ্গে বাংলাদেশে আসছেন না ক্রিকেটার হা‌রিস রউফ ◈ নারী ফুটবল দলের জন‌্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার ◈ আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ ◈ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয় ◈ ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প ◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা

ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং স্থানীয় পাঁচ সাংবাদিকসহ ১৯৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কামরুল হাসান।

বুধবার (২১ মে) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আমলি আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বিএনপি নেতা কামরুল হাসান। আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম বাদী ও তার আইনজীবীর বক্তব্য শুনে মামলাটি বাতিলের আদেশ দেন।

 টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, আগামী ১৩ আগস্ট মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত।
 
বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি ও ভোট চুরির নির্বাচন’ আখ্যা দিয়ে মামলাটি করা হয়েছিল, যা এখন বাদী প্রত্যাহার করে নিয়েছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে বাদী কামরুল হাসান বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মামলাটি প্রত্যাহার করতে বলেছেন। সিদ্ধান্তটি দলের ওপর মহল থেকে নেয়া হয়েছে।’
 
 এর আগে গত সোমবার কামরুল হাসান মামলাটি দায়ের করেন। তিনি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় বাদী সমালোচনার মুখে পড়েন। মামলাটি আমলে নিয়ে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ১৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। এর মধ্যেই বাদী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে অনাপত্তিপত্র দেন। সবশেষ বুধবার তিনি পুরো মামলাটিই প্রত্যাহার করে নেন।

মামলায় উল্লেখ করা হয়, ভারতের নির্দেশক্রমে শেখ হাসিনা অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশ করে ২০২৪ সালের ৭ জানুয়ারি একটি ডামি নির্বাচনের আয়োজন করেন। বাদী কামরুল হাসান ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ভারই উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন।

তিনি অন্যান্য ভোটারের সঙ্গে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। বাদীকে মারধর ও হত্যার হুমকি দেয়া হয়। পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় নৌকা প্রতীকে জোরপূর্বক সিল মেরে বাক্স ভর্তি করা হয়। এভাবেই টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে নির্বাচিত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়