শিরোনাম
◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩ ◈ মাতৃভূমি অথবা মৃত্যু! দেশের এক ইঞ্চি মাটি ও ছেড়ে দেবো না: বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপি কর্মীর করা বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বিএনপি কর্মীর বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ মে) দুপুরের দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ।

এই মামলার ২১ জন আসামি হাইকোর্টের নির্দেশে চার সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। হাইকোর্ট জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন।

ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ জানান, আজ সোমবার ছিল আসামীদের হাইকোট থেকে জামিনে থাকার শেষ দিন। এজন্য আজ ২২জন আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে শুনানি শেষে আদালত অসুস্থ বিবেচনা করে উপজেলা আওয়ামী রীগের ধর্মবিষয়ক সম্পাদক নবাব আলী (৬৫) নামে আসামির জামিন মঞ্জুর করলেও বাকি ২১ আসামির জামিনের আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ  দেন। পরে পুলিশ প্রহরায় তাদের আদালত চত্বর থেকে আসামিদের জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

জামিন নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আশরাফ আলী প্রমুখ। 

এছাড়া জামিন বাতিল হওয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে রয়েছেন আবুল বাসার শেখ, বাদশা সিকদার, আসলাম মোল্লা, তাবিবুর রহমান, সেলিম শেখ, আব্দুল কুদ্দুস, আজিজুর রহমান তালুকদার, সুলতান মাহমুদ, আজিজ খন্দকার, শহিদুল ইসলাম, আইয়ুব আলী, আবুল হোসেন ও হাসান মিয়া।

স্থানীয় ও আলফাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার অনেককেই অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ এপ্রিল বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাইসহ ৫জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। মামলার আসামীদের তালিকার অনেকেই গ্রেপ্তার হলেও মামলাটিতে অজ্ঞাতনামা হিসেবে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়