শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফ মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করেছে: নতুন ৪৪ জনসহ আটক ৫৯ জন

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে আটক ৫৯ জনকে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বড়লেখা উপজেলা থেকে ৪৪ জন এবং কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে আটক ১৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশ ইন করে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে লোকজন অনুপ্রবেশ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বিজিবি ধলই সীমান্তে আটক ১৫ জনকে কমলগঞ্জ থানায় দেয়। বড়লেখার পাল্লাতল, লাতু সীমান্ত দিয়ে আটক ৪৪ জনকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তাদের মধ্যে কেউ ২ বছর আবার কেউ ৫ থেকে ৬ বছর আগে বাংলাদেশ থেকে ভারত গিয়ে বসবাস করছিলেন।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের সঙ্গে আরও অনেকে ছিলেন। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের বিভিন্নভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

‘পুশ ইনের’ ঘটনার পর থেকে জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার আটক ৪৪ জনের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিজিবি তাদের আটক করে থানায় এনে দিয়েছে। আমরা তাদের পরিবার ও আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিচ্ছি।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়