আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজুল হক লোটাস (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার সান্তাহার মালশন নুরানী ইসলামীয়া মাদ্রাসার দক্ষিণে ব্রীজের উপর থেকে ২৭পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিনহাজুল হক লোটাস আদমদীঘি উপজেলার ছোট মালশন আমঝুপি গ্রামের আব্দুল লতিফ ওরফে মনজুর ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার মালশন নুরানী ইসলামীয়া মাদ্রাসার দক্ষিণে ব্রীজের উপর মাদক দ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বিক্রির সময় ২৭পিস ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজুল হক লোটাসকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মিনহাজুল হক লোটাসের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।