শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে চিকিৎসকের বাড়ীতে ডাকাতি

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধার গ্রামের বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতদল বৃদ্ধা মা ও ফুফুকে বেঁধে মারধর করে নগদ দের লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে।

সোমবার সকালে আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধার বৃদ্ধ বাবা মোঃ রফিক মৃধা, মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিধি আমতলীর গ্রামের বাড়ী পুর্ব চিলায় বসবাস করেন। তার বাবা গত ২৯ এপ্রিল হজ্বের যান। ওই সুযোগে রবিবার দিবাগত গভীর রাতে তার বাড়ীর পাকা ভবনের গ্রীল কেটে ৭/৮ জন মুখোশধারী ডাকাতদল ভিতরে প্রবেশ করে। তারা তার মা ও ফুফুকে বেঁধে মারধর করে। পরে তারা ঘরের আলমিরা ভেঙ্গে তছনছ করে এবং চার ভরি
স্বর্নালংকার ও নগদ দের লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধা বলেন, বাবা হজ্বে গেছেন। বাড়ীতে মা ও ফুফু ছিল। গভীর রাতে ৭/৮ জন মুখোশধারী ডাকাতদল ঘরের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা মা ও ফুফুকে বেঁধে মারধর করে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ দের লাখ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়