শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে ১০ মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম মাহমুদ হাসান মিলনের নেতৃত্বে জেলা শহরের পাবলিক হল মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ওই সড়ক ঘুরে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
মিছিল গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম মাহমুদ হাসান মিলন বলেন, ৫ আগস্টের পর বঙ্গবন্ধুর কবর ছুঁয়ে শপথ করেছিলাম শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। মাথায় কাফনের কাপড় পড়ে মৃত্যু মুখে নিয়ে রাজপথে নেমেছি। এই মুজিবের সৈনিকদের এক ফোটা রক্ত থেকে লাখো মুজিবের জন্ম হবে। উৎস: চ্যানেল২৪