শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ১০.৫ লক্ষ টাকা ছিনতাই: অটোরিকশা চালক গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে ১০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো. মাসুম (৩০) নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ (৩৬) তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক (৫৫)-এর মাধ্যমে নগদ ১৩ লক্ষ টাকা পাঠান। সকাল পৌনে ৯টার দিকে দিলীপ কুমার নগরীর বোয়ালিয়া থানাধীন ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ হেলমেট পরিহিত দুইজন মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতিরোধ করে তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
 
এ সময় ম্যানেজার দিলীপ কুমার ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করলে ব্যাগ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পড়ে যায়। তবে বাকি ১০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সার্বিক তত্ত্বাবধানে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান শুরু করে বোয়ালিয়া থানা পুলিশ। মহানগরজুড়ে বসানো হয় চেকপোস্ট এবং থানা ও টহল দলকে করা হয় সতর্ক।
 
পরবর্তীতে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা এবং চালককে শনাক্ত করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম ও তার টিম ২১ এপ্রিল রাতে মান্দায় অভিযান চালিয়ে আসামি মাসুমকে গ্রেপ্তার করে।
 
জিজ্ঞাসাবাদে মাসুম ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, ঘটনার পর সে আত্মগোপনে চলে যায়। পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 
গ্রেপ্তারকৃত মাসুমকে পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়