শিরোনাম
◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মাগুরায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

আজ রোববার রাত ৯টা ১০ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্রটি জমা দেন।

মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত শেষে আজ রোববার রাতে চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে মৃত শিশুর বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। শিশুটির বোনের স্বামী সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।

আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, চার্জশিট আজই দাখিল করা হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, তাই আমি বিশ্বাস করি বিচার দ্রুত গতিতে এগোবে। আমি আশাবাদী।

আট বছর বয়সী শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৩ মার্চ মারা যায়।

গত ৮ মার্চ শিশুটির মায়ের দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, মাগুরা শহরে বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়