শিরোনাম
◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ৬টি ভেকু জব্দ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকায় প্রায় ১৫একর জায়গায় জোর পূর্বক তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটিকাটার যন্ত্র ৬টি (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার(১০এপ্রিল)বিকেলেঅভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি এক্সকাভেটর (ভেকু)জব্দ করাহয়।ওই সময় প্রশাসনের উপস্থিতি দেখে মাটি কাটার লোকজন দৌড়িয়ে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন জানায়, বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকার কৃষকের ১৫একর জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন অভিযোগে আজ বিকেল বেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থল হতে ৬টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। তবে প্রশাসনের লোকের টের পেয়ে অভিযুক্তরা দৌড়িয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত অপরাধীদের কার নাম পরিচয় পাওয়া যায়নি।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক জানান, ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি ভেকু জব্দ করা হয়েছে। কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্ত দের অচিরেই আইনের আওতায় আনা হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়