শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০১:৩১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডের দুই শিক্ষার্থীর

এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার কুমিল্লা জিলা স্কুল কেন্দ্রে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২৫ জন শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ফেনী জেলা কারাগার থেকে দুজন এবং ২৩ জন শ্রুতিলেখকের সহযোগিতায় পরীক্ষা দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডেরও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই বোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবার ছয় জেলার ২৭৩ কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ বলেন, ‘মোট ২৩ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে তাদের সবাইকে অনুমোদন দেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে এক-চতুর্থাংশ সময় বেশি পাবে। যেসব প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতিলেখকের প্রয়োজন হয় না, তবে লেখায় ধীরগতি তারাও একই হারে অতিরিক্ত সময় পাবে।’

কবির উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আদালতের চিঠি পেয়ে ফেনী জেলা কারাগারে বন্দী দুজন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই দুই ছাত্রের বয়স ১৮ বছরের কম। তাদের জন্য প্রশ্নপত্র, উত্তরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়