শিরোনাম
◈ সাত অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা, ঢাকায় আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস ◈ নির্বাচন নিয়ে ছাত্র রাজনীতি সরগরম, প্রচারে ছাত্রদল অনেকটা পিছিয়ে ◈ গাজা গণহত্যায় ইসরায়েলের প্রতি ভারতের প্রশ্নাতীত সমর্থন ◈ ইসরায়েলি হামলা এবং জোরপূর্বক অনাহারে গাজায় ৬২,০০০ ফিলিস্তিনি নিহত  ◈ পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি  ◈ পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠকের ব্যবস্থা করছেন ট্রাম্প ◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ! ◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানালা দিয়ে গন্ধ এলো নাকে, জ্ঞান ফিরতেই সর্বস্বান্ত পরিবার

নড়াইল সদর উপজেলায় জানালা দিয়ে চেতনা নাশক ছিটিয়ে বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শেখহাটি বাজার পাড়া এলাকায় তৌহিদুল জামান হেলালের বাড়িতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত লোকজন শনিবার দিবাগত রাতে উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের ঘরের জানালা দিয়ে চেতনা নাশক ওষুধ স্প্রে করে। পরবর্তীকালে জানালার টিন সরিয়ে ঘরে ঢুকে নগদ অর্থ,২ ভরি ওজনের সোনার গহনা, কাপড়, তিনটি ফ্যান, মোবাইল, টিভিসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। 

আজ রোববার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা তৌহিদুল তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনিচুর রহমান সোহাগ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের চেতনা নাশক স্প্রে করা হয়েছে। তিনজনই হাসপাতালে ভর্তি ও শংকামুক্ত আছেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়