শিরোনাম
◈ আমনুরা রেলওয়ে জংশনে তেলবাহী বগি লাইনচ্যুত, রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ আসিয়ানে যোগ দিতে সময় লাগবে, তবে আমরা হাল ছাড়ব না: ড. মুহাম্মদ ইউনূস ◈ ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ ◈ ভোলাগঞ্জে সাদা পাথর লুটের হোতা বাহার-রজন গা ঢাকা, প্রশাসনের নীরবতায় বছরে শতকোটি টাকার চাঁদাবাজি ◈ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন ◈ অপরাধ দমনে দেশজুড়ে জোরালো হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭০ ◈ মাত্র ৫০ ডলারে অনলাইনে বিক্রি হচ্ছে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড, বিতর্কে Farnsworth Intelligence ◈ ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা ◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা পালিয়ে যাওয়া মানেই আশিভাগ সংস্কার হয়ে গেছে : সাবেক এমপি হারুন

রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো. হারুনুর রশীদ বলেছেন,, ‘সংস্কারতো হয়েই গেছে।  শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানেই শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে।

শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মুক্তমঞ্চে সদর উপজেলা ও পৌর  বিএনপির ব্যানারে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, এই দেশের জনগণের দাবি ছিল শেখ হাসিনার পতন। কারণ শেখ হাসিনা ছিল ভোট চোর। শেখ হাসিনা ছিল মুনাফেক। শেখ হাসিনা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। শেখ হাসিনার সঙ্গে-সঙ্গে তার সাঙ্গু-পাঙ্গুরা পালিয়েছে। সুতরাং তারা (আওয়ামী লীগ) যে অপরাধ করেছে, তার বিচার হবে। বিচার একদিনের কাজ না। বছরের পর বছর সময় লাগবে। তাদের বিচার হবেই।’

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড, ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে বলেন-ক্ষমতার কারণে নির্বাচনের সময় প্রলম্বিত করবেন না। আর প্রশাসন, পুলিশ বিভাগ বিচার বিভাগসহ রাষ্ট্রীয় কাঠামোগুলোতে সংস্কৃতি গড়ে তুলেছিল সেগুলো সংস্কার করলেই তো সংস্কার হয়ে গেল। কাজেই সংস্কার সংস্কার করে কালক্ষেপণ না করে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার তা করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। হারুনুর রশীদ বলেন-আমরা এই সরকারকে সহযোগিতা করছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই সরকার ইতোমধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে। 

প্রশাসনের প্রতি ইঙ্গিত করে হারুনুর রশীদ আরো বলেন-হাজার হাজার কোটি টাকা ব্যয় করে চাঁপাইনবাবগঞ্জবাসীকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণ করে দিয়েছিলাম। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে সেই বাঁধ আজ হুমকির মুখে পড়েছে। আগামী সপ্তাহের মধ্যে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধ করা না হলে প্রশাসন ঘেরাও করা হবে।

তিনি বলেন- দেশের এই পরিবর্তীত সময়ে আমরা কী বলতে পারবো অফিসে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে? জনগণের মধ্যে আপনাদের নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির এই নেতা চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের রাজনীতির কড়া সমালোচনা করেন।

“নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপ চাই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, বিএনপি নেতা আকম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মীম ফজলে আজিম। এসময়  উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর কবির,  মইদুল ইসলাম, আহসান হাবীব, সাইদুর রহমান, এনামুল হক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সাবেক ছাত্রনেতা সামিরুল ইসলাম পলাশ, সারোয়াদ জাহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়