শিরোনাম
◈ আমনুরা রেলওয়ে জংশনে তেলবাহী বগি লাইনচ্যুত, রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ আসিয়ানে যোগ দিতে সময় লাগবে, তবে আমরা হাল ছাড়ব না: ড. মুহাম্মদ ইউনূস ◈ ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ ◈ ভোলাগঞ্জে সাদা পাথর লুটের হোতা বাহার-রজন গা ঢাকা, প্রশাসনের নীরবতায় বছরে শতকোটি টাকার চাঁদাবাজি ◈ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন ◈ অপরাধ দমনে দেশজুড়ে জোরালো হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭০ ◈ মাত্র ৫০ ডলারে অনলাইনে বিক্রি হচ্ছে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড, বিতর্কে Farnsworth Intelligence ◈ ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা ◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিয়ের একমাসের মাথায় ডাকাতের হাতে প্রাণ গেল প্রবাসীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ৭১ সালে বাবা হাতেম মাতুব্বরকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাকিস্থানি হানাদার বাহিনী। তখন একমাত্র ছেলে জামাল মাতুব্বর মায়ের গর্ভে ছিল। তার বয়স হয়েছিল মাত্র দুই মাস। স্বামীর হারানোর শোকের মধ্যেই শিরি বেগমের কোলজুড়ে দুনিয়ায় আগমন করে জামাল। পরে শিশু সন্তানের চিন্তাও করে শিরি বেগমও আর বিয়ে করেনি। অপরদিকে জামাল বড় হওয়ার পর সংসারের হাল ধরতে ২৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান।

সৌদি থেকে দীর্ঘ ২৮ বছর পর এবার রমজানের আগে বাড়িতে আসেন তিনি। ততদিনে জামালের বয়স ৫৫ হয়ে যায়। এই বয়সেই তিনি মাত্র একমাস আগে বিয়ে করেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের মেহেদীর রং হাত থেকে মুছে যাওয়ার আগেই শুক্রবার (৪ এপ্রিল) গভীররাতে নিজ বসতঘরে ডাকাতদলের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে জামালকে।

নিহত জামাল ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের মৃত হাতেম মোল্যার একমাত্র ছেলে। ঘটনার পর শনিবার (০৫ এপ্রিল) সকালে নিহত জামালের বাড়িতে গিয়ে তার পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নিহত জামালের বৃদ্ধ মা শিরি বেগম বলেন, আমি বাড়িতে ছিলাম না। শুক্রবার রাতে আমার একমাত্র ছেলে জামাল তার নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে ছিলেন। আর কেউ বাড়িতে ছিল না। ভোররাতে খবর পেলাম ডাকাতরা আমাদের ঘরে ঢুকে আমার ছেলে মেরে ফেলে লুটপাট করে নিয়ে গেছে।

জামালের খালাতো বোন সাথী বেগম বলেন, জামালের পুরুষাঙ্গের অন্ডকোষে আঘাত করে ডাকাতদলের সদস্যরা ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এসে জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪ টার দিকে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো বলেন, জামালের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এখন এই পরিবারে আলো জ্বালানোর মতো আর কেউ রইল না। পরিবারের একমাত্র সদস্য জামালের বৃদ্ধ মা যেকোনো সময় বিদায় নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

তবে স্থানীয়দের ধারনা, এটা ডাকাতির ঘটনা নাও হতে পারে, পরিকল্পিত হত্যাকাণ্ড হতেও পারে। বিষয়টি গুরুত্ব তদন্ত করার জন্য পুলিশ-প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তারা।


ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গভীররাতে জামালের ঘরে দুই জন চোর বা ডাকাত ঢুকে তার অন্ডকোষে আঘাত করে হত্যা করে। তাকে হত্যার সময় ঘরের বাহিরে আরো লোকও থাকতে পারে। ঘটনাটি দুঃখজনক। আমরা গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়