শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মদদেই হাসিনা স্বৈরাচার হয়েছে : এ্যানি 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা একদিনে স্বৈরাচার হয়নি। ভারতের মদদেই হাসিনা দিনে দিনে স্বৈরাচার হয়ে উঠেছিলো। হাসিনার গুম, খুনের পিছনেও ভারতের মদদ ছিল। গুম, খুন একদিনে তৈরী হয়নি, হাসিনার বাবার সময়েও গুম, খুন হয়ে ছিল। আর হাসিনার সময়ে তা ভয়াবহ রূপ ধারণ করেছিলো।

১৫-১৬ বছর এদেশে গুম, খুন হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনেও শত-শত মানুষকে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। সবই ভারতের মদদেই হয়েছে। ভারত নিজেদের স্বার্থেই বার বার নৌকাকে ক্ষমতায় রেখে ছিল। নির্বাচনে আগে তাদের সচিব-কর্মকর্তারা এসে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সকল কলাকৌশল করে যেত। 

শনিবার দুপুরে উত্তর মজুপুর সনাতনী দেবালয়ের আয়োজনে মাদাম স্নানঘাটে অষ্টমীস্নান ও হরিনাম যজ্ঞ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ভারতের পার্লামেন্টে বাংলাদেশের হিন্দুদের নিয়ে সে সকল কথা বলা হচ্ছে তা সম্পন্ন রূপে মিথ্যা। বাংলাদেশের হিন্দুরা ৫ আগস্টের পরে আগের চেয়ে বহুগুণে ভালো আছে। আসলে ভারত নিজেদের স্বার্থে বাংলাদের হিন্দুদের ব্যবহার করতে চাচ্ছে। যা বাংলাদেশের হিন্দুরা কখনো কামনা করে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ হিন্দুদেরকে নিজেদের সম্পত্তি মনে করতো। কিন্তু এই হিন্দুরা আওয়ামী লীগের সময়ই বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাদের বাড়ি, ঘর, দোকানপাট আওয়ামী লীগের নেতাকর্মীরাই দখল করেছে। তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছে, সে খানে সকল ধর্মের কথা বলা আছে। বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও মুসলমানসহ সকল জাতী মিলে মিশে থাকবে যেখানে কোন ভেদাভেদ থাকবেনা। জিয়াউর রহমানই বাংলাদেশ বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করেছে। সেখানে সকল ধর্মের মানুষকে নিয়েই তিনি রাজনীতি করেছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ হিন্দু, বদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর শাখার সভাপতি শংকর মজুমদা, ডা. রতনদ্বীপাল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল শাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়