শিরোনাম
◈ ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ ◈ ভোলাগঞ্জে সাদা পাথর লুটের হোতা বাহার-রজন গা ঢাকা, প্রশাসনের নীরবতায় বছরে শতকোটি টাকার চাঁদাবাজি ◈ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন ◈ অপরাধ দমনে দেশজুড়ে জোরালো হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭০ ◈ মাত্র ৫০ ডলারে অনলাইনে বিক্রি হচ্ছে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড, বিতর্কে Farnsworth Intelligence ◈ ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা ◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় ১৬ লাখ টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ১৬ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে নুসাইবা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই প্রবাসীর স্ত্রীর সৌরভ নামের ১২ বছর বয়সী একটি ছেলে ও তানহা নামের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে শিশু ছেলে-মেয়ে এখন মায়ের পথ চেয়ে কাঁদছে। 
 
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে ওই স্ত্রীর স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এর আগে গত ৩১ শে মার্চ ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্প্রতি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর স্ত্রীর স্বামী তৌফিক ফকির। 
 
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে সিংগাপুর প্রবাসী তৌফিক ফকির বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে। কিছুদিন সংসার করে ফের প্রবাসে পাড়ি জমান তৌফিক ফকির। কিছু বছর পর পর বাড়ি ফিরতেন তিনি। এর মধ্যে দুটি সন্তানের জন্ম হয়। ওই প্রবাসী দেশের বাইরে থাকায় রফিকুল ইসলাম ফয়সাল নামে এক যুবকের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পরে ওই পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয় প্রবাসীর স্ত্রী। 
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়