শিরোনাম
◈ আমনুরা রেলওয়ে জংশনে তেলবাহী বগি লাইনচ্যুত, রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ আসিয়ানে যোগ দিতে সময় লাগবে, তবে আমরা হাল ছাড়ব না: ড. মুহাম্মদ ইউনূস ◈ ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ ◈ ভোলাগঞ্জে সাদা পাথর লুটের হোতা বাহার-রজন গা ঢাকা, প্রশাসনের নীরবতায় বছরে শতকোটি টাকার চাঁদাবাজি ◈ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন ◈ অপরাধ দমনে দেশজুড়ে জোরালো হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭০ ◈ মাত্র ৫০ ডলারে অনলাইনে বিক্রি হচ্ছে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড, বিতর্কে Farnsworth Intelligence ◈ ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা ◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ঈদের নামাজ আদায়ে মুসল্লীদের বিক্ষোভ!

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ঈদের নামাজ ও খুতবা শেষে হট্টগোল সৃষ্টি হয় পরবর্তীতে মুসল্লিগণ দোয়া পড়া ছাড়াই ঈদগা মাঠ ত্যাগ করেন।এই ঘটনায় পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মো. ইসলাম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়।

এই নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঈদের মাঠ তৈরি হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে এই ঈদগাহে মাঠে নামাজ পড়িয়ে আসছেন স্টেশন জামে মসজিদের ঈমাম মো. ইসলাম উদ্দিন। ঈদগাহ মাঠে ঈদের জামাত মসজিদের ইমাম না পড়িয়ে অন্য একজন ইমাম দিয়ে নামাজ পড়ানো হলে নামাজ শেষে হাজারো মুসল্লীগণের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সাধারণ মুসল্লীগণ জানান, পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদে ৪৯ বছর ধরে নামাজ পড়াচ্ছেন ইমাম মো. ইসলাম উদ্দিন। তিনি নিয়মিত ঈদের নামাজ পড়ান এখন হঠাৎ করে ইমাম সাহেবকে কমিটির লোকজন ইমামতি করতে না দেয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কি ভাবে ঈদগাহ মাঠের কমিটি করেছে কিভাবে এই ধরনের আত্মঘাতিক সিদ্ধান্ত নিয়েছে এর জবাব তাদেরকে দিতেই হবে।

এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম সাহেবকে দেখতে আসেন এবং উপস্থিত সকলের কাছে উনার জন্য দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়