শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: থানায় মামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় মামলার বিষযটি নিশ্চিত করেছেন সালথা থানা পুলিশ।
 
স্থানীয়রা জানান, উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম মোস্তফা (৬০) এর উপর রবিবার সকালে  অতর্কিতভাবে ওই গ্রামের রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এতে গোলাম মোস্তফা গুরুত্বর আহন হন। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
গোলাম মোস্তফার স্ত্রী মঞ্জু বেগম অভিযোগ করে বলেন,  আমার স্বামীর কাছে চাঁদা দাবি করলে সে চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর   একই গ্রামের হান্নু মিয়া ও তার ছেলে রহমান মিয়া এবং হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় আজ সোমবার একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, এই চক্র গত বৃহস্পতিবার  ১৩ মার্চ চাঁদার দাবিতে একই গ্রামের মোহাম্মাদ মোল্লাকে মারপিট করার অভিযোগ ওঠেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়