শিরোনাম
◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: থানায় মামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় মামলার বিষযটি নিশ্চিত করেছেন সালথা থানা পুলিশ।
 
স্থানীয়রা জানান, উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম মোস্তফা (৬০) এর উপর রবিবার সকালে  অতর্কিতভাবে ওই গ্রামের রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এতে গোলাম মোস্তফা গুরুত্বর আহন হন। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
গোলাম মোস্তফার স্ত্রী মঞ্জু বেগম অভিযোগ করে বলেন,  আমার স্বামীর কাছে চাঁদা দাবি করলে সে চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর   একই গ্রামের হান্নু মিয়া ও তার ছেলে রহমান মিয়া এবং হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় আজ সোমবার একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, এই চক্র গত বৃহস্পতিবার  ১৩ মার্চ চাঁদার দাবিতে একই গ্রামের মোহাম্মাদ মোল্লাকে মারপিট করার অভিযোগ ওঠেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়