শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় ভাতিজিতে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। রবিবার বিকালে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সারডুবি কানারবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। 

শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি হলে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত চাচা রাবিউল ইসলামকে আটক করেছে। অভিযুক্ত রাবিউল ইসলাম সারডুবি কানারবাজার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার্স  ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী।

পুলিশ জানায়, রবিবার বিকালে রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজিকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এসময় রাবিউল বাড়ি থেকে পালিয়ে যায়।

শিশুটির বাবা বলেন,’ অভিযুক্ত রাবিউল ইসলাম আমার চাচাত ভাই। আমার মেয়ের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।’

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক বলেন, শিশুটির বয়স ৫ বছর। শিশুটিকে যৌণ নিপীড়ন করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনাটি লোকমুখে শোনামাত্র আমি মেডিকেলে যাই। শিশুটিকে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করি একই সাথে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাবিউল ইসলামকে গ্রেফতার করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়