শিরোনাম
◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় মেহের আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছেন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা অফিসার্স ইনচার্জ ৯ওসি) মোহাম্মদ নুরনবী। 

গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তি মেহের আলী সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথঝাড় গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে তৃতীয় শ্রেণির ছাত্রীটি আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এ সময় বাড়ির পাশে একটি তামাকখেতে বসে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে আটক করে তামাকখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির আত্মচিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তারা মেহের আলীকে ঘটনাস্থলে আটক করে গণপিটুনি দেন। মেহের আলী একজন পেশাদার চোর। গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়ন ও চুরির অভিযোগ রয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টা ঘটনার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়