শিরোনাম
◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:২৯ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা, দুই নারীসহ আহত ৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী ওরফে ভিসিআর কালু (৬০) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কালু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিদুল হুদার বাবা। এ ঘটনায় দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ। খবর: দৈনিক আমার দেশ।

নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকালে তাদের ওপর হামলা চালায় ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। তার সঙ্গে বেশ কজন সাঙ্গপাঙ্গও ছিল। আমিসহ তিনজন আহত হলে চিকিৎসা নিতে হাসপাতালে যাই। সেখানে বসেই খবর পাই বাড়িতে আবারও আক্রমণ করেছে চেয়ারম্যানের লোকজন। এতে নারীসহ কয়েকজন গুলিবিদ্ধ হন এবং মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিদুলের বাবাকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সহযোদ্ধারা। তারা বিক্ষুব্ধ হয়ে রাতেই কক্সবাজার শহরে বিক্ষোভ করেন।

অভিযোগের বিষয়ে জানার জন্য আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই রিদওয়ানুল বলেন, হাবিবুল হুদাসহ বেশ কজন শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিতে বিরোধীয় জায়গাটি দখলের চেষ্টা করে। এতে আবদুর রাজ্জাক বাধা দিলে পুলিশের সামনে তাকে হাতুড়িপেটা করা হয়। পরে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার জেরে রাতে পুনরায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে জানা যায় হাবিবুল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন।

ঈদগাঁও উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট এসকে ফারুকী বলেন, জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিদুলের বাবা কালু হত্যার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অনেকাংশেই দায়ী। পুলিশের নীরবতাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিপ্লব-উত্তর বাংলাদেশে উপজেলা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। এতে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, জমির বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়