শিরোনাম
◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:২৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা, দুই নারীসহ আহত ৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী ওরফে ভিসিআর কালু (৬০) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কালু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিদুল হুদার বাবা। এ ঘটনায় দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ। খবর: দৈনিক আমার দেশ।

নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকালে তাদের ওপর হামলা চালায় ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। তার সঙ্গে বেশ কজন সাঙ্গপাঙ্গও ছিল। আমিসহ তিনজন আহত হলে চিকিৎসা নিতে হাসপাতালে যাই। সেখানে বসেই খবর পাই বাড়িতে আবারও আক্রমণ করেছে চেয়ারম্যানের লোকজন। এতে নারীসহ কয়েকজন গুলিবিদ্ধ হন এবং মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিদুলের বাবাকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সহযোদ্ধারা। তারা বিক্ষুব্ধ হয়ে রাতেই কক্সবাজার শহরে বিক্ষোভ করেন।

অভিযোগের বিষয়ে জানার জন্য আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই রিদওয়ানুল বলেন, হাবিবুল হুদাসহ বেশ কজন শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিতে বিরোধীয় জায়গাটি দখলের চেষ্টা করে। এতে আবদুর রাজ্জাক বাধা দিলে পুলিশের সামনে তাকে হাতুড়িপেটা করা হয়। পরে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার জেরে রাতে পুনরায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে জানা যায় হাবিবুল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন।

ঈদগাঁও উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট এসকে ফারুকী বলেন, জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিদুলের বাবা কালু হত্যার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অনেকাংশেই দায়ী। পুলিশের নীরবতাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিপ্লব-উত্তর বাংলাদেশে উপজেলা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। এতে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, জমির বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়