শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের কোলে ফিরল ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুটি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়ার ২দিন পর শিশু সায়ানকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিশুটিকে উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
 
এদিকে দুইদিন পর শিশু সায়ানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত তার পরিবারের স্বজনেরা। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
 
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, বুধবার (১২ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ঢাকার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশু সায়ানকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ গাজীপুর ও র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এ সময় এই চুরির ঘটনায় সম্পৃক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
 
আটককৃত চারজন হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী একই গ্রামের মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. লিটন মিয়া (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৩২)।
 
এদিকে, বুধবার (১২ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর থেকে উদ্ধারকৃত শিশু সায়ানকে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে আসে জেলা পুলিশ। এরপর শিশুটির পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি স্বজনদের কাছে শিশুটিকে বুঝিয়ে দেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে শিশুটিকে উপহারসামগ্রী প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে।
 
অপরদিকে, দুইদিন পর শিশু সায়ানকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্বজনেরা। তারা পুলিশ ও র‌্যাবকে ধন্যবাদ জানিয়েছেন। শিশুটির বাবা শিমুল ইসলাম বলেন, পুলিশ ও র‌্যাবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুরোধ করে বলছি- আসামিরা যাতে কোনোভাবেই ছাড়া না পায়। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।
 
শিশুটির মা হাসি বেগম বলেন, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী কেউ আমার বাচ্চার জন্য ঘুমাতে পারেনি। তারা অক্লান্ত পরিশ্রম করে আমার বাচ্চাটিকে উদ্ধার করেছে। তারা এভাবেই যেন নিরলসভাবে কাজ করে মানুষের নিরাপত্তা দিতে পারেন। অপহরণকারীরা আমাদের হুমকি দিয়েছে- তারা অল্পসময়ের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাবেন। আমি আমার বাচ্চার নিরাপত্তা চাই, পাশাপাশি অপরাধীদের শাস্তি চাই।
 
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা জানেত পারি বাচ্চাটি চুরি করে গাজীপুরে নিয়ে গেছে। তৎক্ষণাত আমরা গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবকে অবহিত করি। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টারের প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে গাজীপুর র‌্যাব কর্তৃক চুরি হওয়ার শিশু সায়ানকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
 
উল্লেখ্য, গত রোববার (৯ মার্চ) দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ইসলাম ও হাসি বেগম দম্পতির দুই মাস বয়সী সন্তান সায়নকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়। তরিৎ গতিতে হাসপাতাল থেকে শিশু চুরির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
 
ফুটেজে দেখা যায়, ‘অজ্ঞাত কালো বোরখা পড়া পরিহিত এক মহিলা বাচ্চাটি চুরি করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় ঐ দিনই ঠাকুরগাঁও সদর থানায় শিশুটির বাবা শিমুল ইসলাম অপহরণের মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাবের মাধ্যমে গাজীপুর থেকে চুরি হওয়া শিশু সায়ানকে উদ্ধার করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়