শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের ওপর সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

রতন কুমার রায়, ডোমার(নীলফামারী)প্রতিনিধি : দেশজুড়ে নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডোমার রেলগেট বাজারে সংগঠন "নবজাগরণ, ডোমার"- এর আয়োজনে এবং "হৃদয়ে ডোমার"-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ডোমারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজের সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আর এল একাডেমী কোচিং সেন্টারের পরিচালক শহীদুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ছাত্র প্রতিনিধি শরীফ আহমেদ, অর্নব আলিফ প্রমুখ। বক্তারা নারীদের প্রতি সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, অথচ অপরাধীরা বারবার আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যাচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে নারীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে আয়োজক সংগঠন "নবজাগরণ, ডোমার"-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়