শিরোনাম
◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও)

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের শিকার মেয়ে, মামলার ১০ দিনের মাথায় বাবাকে হত্যা

বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছিলেন মেয়েটির বাবা। এবার সেই বাদীর লাশ পাওয়া গেল বাড়ির কাছের একটি ঝোপে। বাড়ির পাশে ঝোপ থেকে কাদামাখা অবস্থায় বাদীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে বরগুনা পৌর শহরে। খবর: আজকের পত্রিকা।

বাদীর স্ত্রী বলেন, ‘ধর্ষণ মামলার ১ নম্বর আসামি শ্রীজিৎ জেলহাজতে আছে। বুধবার জামিন শুনানির দিন ছিল। ওই আসামির বন্ধু ও তার স্বজনেরা আমার স্বামীকে হত্যা করতে পারে।’

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী বরগুনা বাজারে ব‌্যবসা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফিরতে দেরি হলে তাঁর স্ত্রী ফোন দিলেও সাড়া পাচ্ছিলেন না। পরে পুকুরপাড়ে তাঁর মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনে গিয়ে দেখেন, ঝোপের মধ‌্যে মরদেহ পড়ে আছে। বাদীর পরনের কাপড় ছিল ভেজা, হাতে কামড়ের দাগ ও সারা শরীরে কাদা মাখা। পরে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের ভাষ্য, ২ মার্চ বাদীর স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে শ্রীজিৎ নামের এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে শ্রীজিৎকে আসামি করে আদালতে মামলা করেন। ওই মামলায় আসামি শ্রীজিৎ জেলহাজতে রয়েছেন। আসামির স্বজনেরা তাঁকে হত্যা করতে পারে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়