শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: ড. ইউনূসকে মোদি ◈ পাঁচ বছরের চুক্তিতে আফগানিস্তানের সেকেন্ড হোম আবুধাবির জায়েদ স্টেডিয়াম ◈ টানা দুইবার নাকি আরও বেশি? প্রধানমন্ত্রী পদ ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি কেন? ◈ সিগন্যাল কেলেঙ্কারি: চাপে ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায়  ◈ ভিডিও ভাইরাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত ◈ সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা করলেন মার্কিন জেনারেল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট ◈ পবিত্র লাইলাতুল কদর আজ ◈ জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের ◈ ঢাকায় ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ খেলা হবে বলে মাঠ থেকে পালিয়ে গেছে : বিএনপির যুগ্ম-মহাসচিব সোহেল

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের গডফাদাররা বলতেন খেলা হবে খেলা হবে; কিন্তু তাঁরা খেলা হবে বলে মাঠ থেকে পালিয়ে গেলেন। তাঁদের কাছে খেলা মানে ছিল অস্ত্রের ঝনঝনানি আর মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা। তাঁরা সন্ত্রাস ও লুটপাটের খেলায় মেতে উঠেছিলেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সত্যিকারের মাঠের ক্রিকেট, ফুটবল খেলায় মেতে উঠেছি। খেলাধুলার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা হয়।

বুধবার দিন ব্যাপি জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  উপজেলা বিএনপির আয়োজনে সরিষাবাড়ী রেল স্টেশন ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির পুরনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পরে পূণরায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে ফরিদুল কবীর তালুকদার শামীম নির্বাচিত হয়। 

উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।  উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়