শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বসত ভিটা নিয়ে পূর্ব বিরোধ, সংর্ঘষে দুইজন নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বসত ভিটা নিয়ে পূর্ব বিরোধে জেরে  সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা ১১টা দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতারা এলাকায় এই ঘটনা ঘটে।

সংর্ঘষের ঘটনায় নিহতরা হলেন, মো. আজাদ (৫০) ও মো. আমানত (৫০)।নিহত আজাদ বিষ্ণুতারা এলাকার ওমর আলীর ছেলে ও মো. আমানত একই এলাকার মিছির আলীর ছেলে।

প্রর্তক্ষদর্শী ও স্হানীয়রা জানান, বিশুতারা গ্রামের মৃত উমর আলির ছেলে আজাদ আলীর সঙ্গে একই গোষ্ঠীর ইনসান আলীদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর আগেও বিগত কয়েক বছর আগে তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বাড়ির পাশে নিজের দোকান খুলতে যায় আজাদ।

এসময় আকস্মিকভাবে ইনসান আলির পক্ষের বেশ কয়েকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আজাদের লোকজনও তাদের উপর হামলা চালায়। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, বসত বাড়ি নিয়ে তাদের মর্ধ্যে পূর্ব বিরোধ ছিল। সংঘর্ষে আজাদ ও আমানত নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। তাক্ষৎণিক অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়েছে। 

লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়