শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বসত ভিটা নিয়ে পূর্ব বিরোধ, সংর্ঘষে দুইজন নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বসত ভিটা নিয়ে পূর্ব বিরোধে জেরে  সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা ১১টা দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতারা এলাকায় এই ঘটনা ঘটে।

সংর্ঘষের ঘটনায় নিহতরা হলেন, মো. আজাদ (৫০) ও মো. আমানত (৫০)।নিহত আজাদ বিষ্ণুতারা এলাকার ওমর আলীর ছেলে ও মো. আমানত একই এলাকার মিছির আলীর ছেলে।

প্রর্তক্ষদর্শী ও স্হানীয়রা জানান, বিশুতারা গ্রামের মৃত উমর আলির ছেলে আজাদ আলীর সঙ্গে একই গোষ্ঠীর ইনসান আলীদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর আগেও বিগত কয়েক বছর আগে তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বাড়ির পাশে নিজের দোকান খুলতে যায় আজাদ।

এসময় আকস্মিকভাবে ইনসান আলির পক্ষের বেশ কয়েকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আজাদের লোকজনও তাদের উপর হামলা চালায়। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, বসত বাড়ি নিয়ে তাদের মর্ধ্যে পূর্ব বিরোধ ছিল। সংঘর্ষে আজাদ ও আমানত নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। তাক্ষৎণিক অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়েছে। 

লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়