শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে আদমদীঘির পিআইও

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) কাওছার আলী।

রবিবার দুপুরে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন সিরাজগঞ্জ জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আইভীন আক্তার। কাওছার আলী আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হিসেবে দায়িত্বরত ও সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চরকাদহ গ্রামের ছমের আলী খন্দকারের ছেলে। 

জানা যায়, কয়েকবছর ধরে কাওছার আলীর সঙ্গে তার স্ত্রী আসমা খাতুনের সংসার জীবন নিয়ে কলহ চলছিলো। মাঝেমধ্যে স্ত্রীর উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন এবং ১০ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতেন তিনি। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে স্ত্রী ও সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। পরে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় স্ত্রী আইরিন আক্তারকে বিয়ে করেন কাওছার আলী। এরপর আবারো তাকে প্রলোভন দেখিয়ে সেপ্টেম্বর মাসে শ্বশুর বাড়ি কাজীপুরে নিয়ে এসে পুনরায় যৌতুকের জন্য নির্যাতন করেন তিনি। এরপর থেকে তাদের মধ্যে দুরত্বের সৃষ্টি হয়।

একপর্যায়ে আইনগত সহায়তার জন্য সিরাজগঞ্জ জেলা আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন স্ত্রী আসমা খাতুন। এ মামলায় হাজিরা দিতে গিয়ে রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়