শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে জাল নোটসহ আটক যুবক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয় পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারী) সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে জাল টাকা নিয়ে ওই যুবক পান ও সিগারেট নিয়ে ১ হাজার টাকার নোট দেয়। পরে দোকানদার ১ হাজার টাকার নোটটি জাল বুঝতে পারে। পরে অন্য নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেয়। সেটাও জাল ছিলো। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবকে থানায় নিয়ে যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার চেষ্টার সময় ওই যুবকে স্থানীয় আটক করে। তার কাছ থেকে পাঁচটি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়