শিরোনাম
◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

হাবিব সারোয়ার আজাদ, সিলেট : ভারতের মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক চোরাকারবারি নিহত হয়েছে। নিহতের নাম সাইদুল ইসলাম। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তগ্রাম গামাইতলা খাসপাড়া (পুর্বপাড়া)’র বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে সুপারীর চালান নিয়ে পাচার করতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে মেঘালয়ের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের টহলদল চোরাকারবারি সাইদুলকে লক্ষ্য করে লক্ষ্য করে গুলিবিদ্ধ করে। খবর পেয়ে বিজিবি’র টহলদল ও স্থানীয়রা সীমান্তের জিরো লাইন থেকে তাকে উদ্যার করে। এরপর পরিবারের লোকজন দ্রুত সুনামগঞ্জ জেলা সদর মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বুধবার রাতে সরজমিনে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে খোঁজ নিয়ে জানা গেছে, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবি নজর এড়িয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার মেইন পিলার ১২০৯ অতিক্রম করে সাইদুল বাংলাদেশ থেকে একাধিক শ্রমিকের মাধ্যমে সুপারির চালান নিয়ে  মেঘালয় ষ্টেইটের আমপানগ্রী বস্তি এলাকায় প্রবেশ করে।

এরপর সেখানে ভারতীয় চোরাকারবারিদের নিকট সুপারির চালান হস্তান্তরের জন্য অপেক্ষারত ছিল সাইদুল। ওই সময় ভারতের মেঘালয় ষ্টেইটের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করে। বুধবার রাতে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান,  বুকে পেটে গুলিবিদ্ধ হয়ে সাইদুল মারা গেছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান ভারতীয় বিএসএফের গুলিতে সাইদুল নিহত হওয়ার বিষয়টি  নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর মডেল হাসপাতাল মর্গে রেখেই  সদর মডেল থানা পুলিশ হেফাজতে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করা হবে। উল্ল্যেখ যে, গেল বছরের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার  রাতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান বিশ্বম্ভরপুর থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

তিনি সীমান্তবর্তী বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।পুলিশ সুপার সীমান্ত দিয়ে কোনো চোরাচালান বা অবৈধ কার্যক্রম হয় কিনা? তা জানতে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে তিনি সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্ত এলাকা চোরাচালান এবং অবৈধ কার্যক্রমের রোধে পুলিশ সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি’র সুনামগঞ্জের অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির  বলেন, এলাকাবাসী ও গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিশ্বম্ভরপুরের গামাইতলার ওপারে এক বাংলাদেশি সুপারির চালান নিয়ে চোরাকারবারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে সেখানকার কড়াইগড়া বিএসএফের টহল দল গুলি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়