শিরোনাম
◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে একটি নির্জন বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলার জাফরগঞ্জের দোয়াইজলা নামে ওই বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে দেবিদ্বার থানা পুলিশ। নিহতরা হলেন জাফরগঞ্জ গ্রামের হাজী আলি মেম্বারের বাড়ির মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (৩২) ও খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সুকেন্দ্রপাড়ার রুহুল আমিনের ছেলে মোহন মিয়া (৩৫)। তারা দুজনেই স্থানীয় একটি ডিস ও ক্যাবল নেটওয়ার্কের অধীনে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেনে সিনিয়র সহকারি পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) মো. শাহিন। স্থানীয় জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘সকালে দোয়াইজলা বিলে কৃষকেরা কাজ করতে এসে দুজনের মরদেহ দেখে আমাকে খবর দেন। পরে ঘটনার সত্যতা পেয়ে পুলিশে খবর দিই। তাঁরা দুজনই বদিউল আলমের ডিস ও ইন্টারনেট সংযোগ দেওয়ার ও বিল উত্তোলনে কাজ করতেন।

ডিস ক্যাবল নেটওয়ার্কের মালিক মোহাম্মদ বদিউল আলম বলেন, ‘মনির আমার অফিসে কাজ করছেন প্রায় ৮ বছর। মোহন কাজ করছেন ৪ বছর। গতকাল রাত ৭ টায় আমরা সবাই এক সাথে খাবার খাই। মনির নিজের বাড়িতে থাকতেন। আর মোহন অফিসে থাকতেন। মোহনের বাবা আমাকে বলেছেন, রাত ১১টার দিকে শেষবার মোহনের সঙ্গে তাঁর কথা হয়েছে। ১১টার পর তাঁকে অফিসেও পাওয়া যায়নি।’ তাঁরা কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন কি না, তা জানতে চাইলে বদিউল বলেন, ‘দুজনের মধ্যে মনির মাদকাসক্ত ছিলেন। তবে মোহন নেশা করতেন কি না জানি না। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।’

নিহত মনিরের স্ত্রী রেশমা আক্তার বলেন, ‘মনির শনিবার বেলা তিনটার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতে আর বাড়ি ফিরেনি। আজ সকালে খবর পাই বিলে তার লাশ পড়ে আছে।’ মনিরের ছোট বোন জান্নাত আক্তার বলেন, ‘মনির আমার একমাত্র ভাই। তার এক ছেলে ও এক মেয়ে আছে। তাদের এখন কী হবে?’

দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহিন বলেন, ‘জাফরগঞ্জের বিল থেকে আমরা দ্#ু৩৯;টি লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানতে লাশ দুটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহগুলোর পাশে নেশা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে এবং একজনের সাথে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।’

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত (তদন্ত) মোঃ শাহিনুল ইসলাম জানান, লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নির্ণনয় করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়