শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হাবিব সারোয়ার আজাদ : অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে গোপন বৈঠকে থাকা সুনামগঞ্জের মধ্যনগরে ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কবির মিয়া ওরফে কবির খাঁকে  গ্রেফতার করেছে পুলিশ। কবির মধ্যনগর উপজেলার মাছুয়াকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর মধ্যনগর উপজেলা সদরের  উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের বাসার পেছনে থাকা তার ব্যাক্তিগত অফিস থেকে জেলা ছাত্রলীগের ওই সহ সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।

এর পূর্বে মধ্যনগর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) বাদী হয়ে ১৮ ছাত্রলীগ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা ২০ আসামিসহ ৩৮ ছাত্রলীগ নেতাকর্মীর নামে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন । বৃহস্পতিবার মধ্যনগর থানার ওসি সজীব রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান , সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ওয়াসেভ আলভী তালুকদারের  বাসার পেছনে তার  অফিস কক্ষে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঘোষিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩৫/৩৮ জন নেতাকর্মী দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারী কার্যক্রমকে ব্যহত করার মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে অংশ হিসাবে মধ্যনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারী অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর ও ক্ষতিসাধনের জন্য বুধবার দুপুরে গোপনে বৈঠক করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য গোপনে সমবেত হয়েছিলো এবং গোপন বৈঠক করে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়