শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত ◈ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ◈ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারেও ১০ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে ◈ ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির কুকীর্তি নিয়ে সাবেক নেতার পোস্ট ভাইরাল ◈ মহাকাশচারীরা কত টাকা আয় করেন, যা জানাগেল ◈ যে কারণে স্টারবাকস ৬০৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ডেলিভারি ম্যানকে! ◈ প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সির বিকল্প নেই: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ ‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ ◈ ২০১৪ সালে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সমঝোতা হয়: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ◈ বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০১:২০ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ

লক্ষ্মীপুরে চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারীকে গণধর্ষণ করে ৪ জন। এ অভিযোগে মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি আবদুল মুন্নাফ বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় ৪ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। এতে বৃহস্পতিবার সকালেই অভিযান চালিয়ে এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী নারীকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার সময় চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে ৪ জন লোক। তারা সবাই মুখোশ পরিহিত ছিল। একপর্যায়ে ওই নারীকে জিম্মি করে তারা পালাক্রমে ধর্ষণ করে। নারী চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন আসতে শুরু করলে ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এর মধ্যে ২ জনকে ওই নারী চিনতে পারেন। পরে তাদের নাম উল্লেখ করেই থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। 

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. লিটন হোসেন বলেন, ভুক্তভোগী নারীর বাড়ি ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। অভিযুক্ত দুইজনের বাড়ি তার এলাকায়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। 

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন বলেন, চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকে অভিযুক্তরা। পরে ওই নারীকে ধর্ষণ করে তারা। প্রাথমিকভাবে তারা পুলিশের কাছে ঘটনাটি স্বীকার করেছে। অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়