শিরোনাম
◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও) ◈ লাইভে এসে আন্দোলনে গুলিবিদ্ধ জহুর বললেন, মামলা নিয়ে ব্যবসা বন্ধ করুন ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চায় জামায়াত ◈ দুই দিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম ◈ ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই ◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:১৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা টিকিট যাত্রী থেকে অতিরিক্ত টাকা আদায়ে দুই রেল কর্মকর্তা বরখাস্ত

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বিনা টিকিট যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দুই রেল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন ও বাণিজ্যিক কর্মকর্তা স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ এবং টিকিট পরীক্ষক (টিটিই) নয়ন ইসলাম।

রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকের সময় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিটিই এবং গার্ড বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করলেও টিকিট দেননি।

ঘটনার বিবরণে জানা যায়, রহনপুর স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেস পাবনার দিকে যাত্রা করে। ট্রেনটিতে দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও গার্ড জাকারিয়া সোহাগ বিনা টিকিট যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন।

রাজশাহী স্টেশনে ট্রেনের কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা এ বিষয়ে অভিযোগ করলে, প্রথমে টিটিই ও গার্ড তা অস্বীকার করলেও পরে ছাত্রদের কাছে ক্ষমা চান।

পরবর্তীতে ছাত্ররা রাতে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে আজ পাকশী রেলওয়ে বিভাগীয় দপ্তরের পক্ষ থেকে তাঁদের বরখাস্তের আদেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়