শিরোনাম
◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৯:৫৯ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় দলিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে সংবাদ সম্মেলন

জাফর ইকবাল অপু: [২] দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউএসএইড এর অর্থায়নে, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায় এবং ওয়ার্কিং কমিটি ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা একটি সংবাদ সম্মেলন এর আয়োজন করে। আজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তন এ সংবাদ সম্মেলন অনষ্ঠিত হয়। 

[৪] অনগ্রসর তথা দলিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নের মূল সুপারিশ সমূহ তুলে ধরা হয়। সুপারিশ সমূহ পাঠ করেন দলিত ঋষি সম্প্রদায়ের ইয়ুথ লিডার দেবী দাস।
সুপারিশ সমূহ:-

  • জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করা এবং দলিতদের অধিকারকে এগিয়ে নিতে সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রনয়ন করা।
  • সংখ্যালঘুদের অধিকার একটি প্লাটফর্মের মাধ্যমে অগ্রসর করার জন্য ককাস তৈরি বা পুনরায় সক্রিয় করা (যেমন- আদিবাসি- দলিত- সংখ্যালঘু ককাস বা দলিত ককাস)
  • সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় বিভিন্ন সুবিধা সমূহ এবং প্রোগ্রামগুলিতে দলিতদের অভিগম্যতা প্রসারিত করা।
  • মন্ত্রিসভা-অনুমোদিত বৈষম্য বিলোপ আইন দ্রুত কার্যকর করা।
  • দলিত সম্প্রদাকে বেসরকারি খাতের কর্মসংস্থানে ঊৎসাহিত এবং সম্পৃক্ত করার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা।

[৫] এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপন কুমার দাস, নির্বাহী পরিচালক, দলিত; শেখ আশরাফুজ্জামান, সভাপতি, বুহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি; সিলভী হারুন, আহবায়ক, দলিত ওয়ার্কিং গ্রুপ, মিনা আজিজুর রহমান, নাগরিক নেতা, প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন মুমু, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।

[৬] একই দিনে সকাল ১০:০০ টায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস উপস্থিত সকল সংস্থা ও সংগঠন এর প্রতিনিধিদের দলিত সম্প্রদারে অধিকার বাস্তবায়নে একসাথে কাজ করার জন্য বলেন। এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী, বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রধান ও প্রতিনিধি বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়