শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০২:৩১ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান থমথমে, বেড়াতে গিয়ে ২ শতাধিক পর্যটক আটকা

সারা দেশের মতো বান্দরবানেও তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। এ কারণে জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তিনদিন ধরে সড়কে সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই জরুরি অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলায় বেড়াতে আসা ২ শতাধিক পর্যটক। সূত্র : সময়টিভি

সোমবার (২২ জুলাই) সকাল পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে তাদের হোটেলে অবস্থান করতে দেখা গেছে। দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় খাওয়া-দাওয়া নিয়েও চরম বিপাকে পড়েছেন ভ্রমণপিপাসুরা।

জানা যায়, জেলা শহরে সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামের দোকানপাট বন্ধ রয়েছে। এ কারণে নিত্যপ্রয়োজনীয় জরুরি জিনিসপত্র কিনতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এদিকে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এ সময়ের মধ্যে সবাই বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনেছেন।

পর্যটকরা জানান, গত ১৬ জুলাই বান্দরবানে বেড়াতে আসা ২ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তারা পরিবার নিয়ে হোটেলে অবস্থান করছেন। যতটা অর্থ নিয়ে এসেছিলেন, অনেক পর্যটকের তা শেষ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় তারা বাড়ি থেকে টাকাও আনতে পারছেন না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এমন অবস্থায় নিজ নিজ বাড়িতে ফিরতে চাইছেন পর্যটকরা। এ ব্যাপারে প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা।
 
এদিকে, ইন্টারনেট সংযোগ না থাকায় জেলায় অনেকের বাড়িঘরের বৈদ্যুতিক মিটার বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কারণ তারা বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারছেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়